বিদ্যুৎবাহী তার ফেলে রেখে ভোজনে ব্যস্ত কর্মীরা, তারই মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু গৃহকর্তার

দিব্যেন্দু রায়,ভাতার: বাড়িতে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎবাহী তার ফেলে রেখে খাওয়াদাওয়া সারতে গিয়েছিলেন বিদ্যুৎ কর্মীরা । তারই মধ্যে খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল গৃহকর্তার । ঘটনাটি ঘটেছে ভাতার থানার সেড়ুয়া গ্রামে । মৃতের নাম বিনয় বাগ(৩১)। এই ঘটনায় বিদ্যুৎ কর্মীদের বিরুদ্ধে গাফেলতির অভিযোগ তুলেছেন প্রতিবেশী ও মৃতের পরিবারের লোকজন । পাশাপাশি তাঁরা উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন ।
জানা গেছে, ঘটনাটি ঘটে গত শনিবার । ওই দিন বিনয় বাগের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়েছিলেন বিদ্যুৎ অফিসের কর্মীরা । কিন্তু বেশ কিছুক্ষন কাজ করার পর বাড়ির সার্ভিস লাইনের তারটি রাস্তায় ফেলে রেখে দিয়েই বিদ্যুৎ কর্মীরা খাওয়াদাওয়া সারতে চলে গিয়েছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাড়ার এক শিশু রাস্তায় খেলা করার সময় ওই তারে হাত ঠেকে গেলে সে বিদ্যুতস্পৃষ্ট হয় । বিষয়টি বিনয় বাগের নজরে পড়ে যায় । তখন তিনি শিশুটিকে বাঁচাতে যান । কিন্তু শিশুটিকে বাঁচাতে সক্ষম হলেও বিনয়ের শরীরে তার জড়িয়ে গিয়ে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন । এরপর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে । কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় ওই যুবকের । রবিবার দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ।