গাছ থেকে পড়ে মৃত্যু ব্যক্তির
শিবনাথ ধন্বন্তরী, নদিয়া: গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হল নদিয়ার শান্তিপুরে। মৃতের নাম মিন্টু মন্ডল (৪১) । তিনি পেশায় একজন জনপ্রিয় ফুচকা বিক্রেতা ছিলেন। সর্বদা হাসিখুশি এই মানুষটি বামফ্রন্টের একনিষ্ঠ সমর্থকও ছিলেন। তার বাড়ি শান্তিপুরের চিন্তা বাগান সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতের দিকে গাছে মৌচাক ভাঙতে উঠলে হঠাৎই বেশ কিছু মৌমাছি তাকে কামড়ে ধরে। সেই কামড়ের অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি গাছ থেকে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় মিন্টুবাবুকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে কল্যাণী হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর এহেন আকস্মিক এই মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে শান্তিপুরের প্রাণকেন্দ্র পাবলিক লাইব্রেরির সামনে দোকান থাকার কারণে গোটা শহর জুড়ে তার অসংখ্য অনুরাগী ক্রেতা ছিল। প্রিয় মিন্টুদাকে হারিয়ে তারাও ভীষণ শোকাহত।