নিম্নচাপের টানা বৃষ্টিতে জলমগ্ন খেজুরি

ভীষ্মদেব দাশ, খেজুরি: অমাবস্যা ও জোড়া নিম্নচাপের ফলে নদীতে জলস্তর বেড়েছে। যারফলে কোথাও নদী বাঁধ টপকে আবার কোথাও বাঁধ ফেটে প্লাবিত হয়েছে এলাকা।
খেজুরি-১ ব্লকের বীরবন্দর গ্রাম পঞ্চায়েতের আলিচক, কন্ঠিবাড়ি, পাটনা সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে। কোথাও নদী বাঁধ ফাটল দেখা দিয়েছে আবার কোথাও নদী বাঁধ উপচে জল হু হু করে লোকালয়ে প্রবেশ করেছে।
গত মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারের টানা বৃষ্টিতে বাড়িঘর, চাষের জমি, পুকুর, ফিশারি জলময় হয়েছে। রসুলপুর নদীর বাঁধ টপকে জলমগ্ন হয়েছে আলাইচক গ্রামের প্রায় ১৫টিরও বেশি বাড়ি। বিশ্বজিত মাইতি, বিকাশ গুড়িয়া, চিত্তরঞ্জন গুড়িয়া, কাজল জানা, সমিরন জানাদের বাড়িতে এক হাঁটু জল ঢুকে পড়েছে। জল ঢুকে থাকায় মাটির বাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় রয়েছেন তাঁরা।
স্থানীয়রা যুদ্ধকালীন তৎপরতায় নিচু নদী বাঁধ গুলোতে মাটি দিয়ে মেরামতের কাজ করছে। স্নানীয় পঞ্চায়েতের তরফে কয়েকটি পরিবারের হাতে ত্রিপল তুলে দেওয়া হয়েছে। ব্লক প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ বাসিন্দাদের একাংশের। খেজুরি-১ ব্লকের বিডিও তীর্থঙ্কর রায়কে এবিষয়ে জিজ্ঞেস করার জন্য ফোন করলেও ফোনে পাওয়া যায়নি। উপকূলবর্তী খেজুরি-২ ব্লক এলাকা প্লাবিত হয়নি।
খেজুরি-২ ব্লকের বিডিও রমল সিং বির্দি বলেন, ব্লক এলাকায় সব ঠিকঠাক আছে। পাঁচুড়িয়া সমুদ্র বাঁধ নিয়ে দুশ্চিন্তা ছিল। সেচদপ্তরের তৎপরতায় সমুদ্র বাঁধ মেরামত করা হয়েছে। পাশাপাশি ব্লকের হলুদবাড়ি অঞ্চলের দেখালি জলপাই এলাকায় নদীর পার্শ্ববর্তী এলাকায় ভেনামি চাষের ভেড়িতে জল ঢুকে প্লাবিত হয়েছে। ফলে মাথায় হাত চিংড়ি চাষীদের।