পশ্চিমবঙ্গহেডলাইন
বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির
বিদ্যুৎ কান্তি বর্মন, ঘোকসাডাঙ্গা: রবিবার দুপুর প্রায় আড়াইটে নাগাদ প্রচন্ড বজ্র বিদ্যুৎসহ ঝড়ো বৃষ্টি শুরু হয় মাথাভাঙ্গায়। এই সময় বাজ পড়ে মৃত্যু হল বিনয় বর্মন (৪২) নামে এক যুবকের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাথাভাঙ্গা ২ নং ব্লকের বড় শৌলমারী অঞ্চলের মুকুল ডাঙ্গা গ্রামের মৃত বিনয় বর্মনের বাড়ি। আজ সকাল ১১টা দিকে জলঢাকা নদীর চরে গরু চড়াতে নিয়ে যায়। কিন্তু আকাশ খারাপ থাকার কারণে আর বাড়ি ফিরেনি ওখানেই থেকে যায়।পরে প্রচণ্ড আকাশ খারাপ দেখে বাড়ি ফিরার পথ ধরে কিছু দূর এগিয়ে এসে জলঢাকা নদীর মাজপথে বাজ পরে ঘটনা স্থানেই আহত হন । পরে স্থানীয়দের সহযোগিতায় ফালাকাটা সুপার স্পেশালিস্ট হসপিটাল নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।