লকডাউনের জের, বিপাকে মিষ্টি ব্যবসায়ীরা
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: করোনা সংক্রমণ প্রতিরোধে দেশ জুড়ে চলছে লকডাউন। ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে গণ পরিবহণ সব বন্ধ। এই লকডাউনে বিপাকে পড়েছেন কুমারগ্রাম ব্লকের মিষ্টি ব্যবসায়ীরা।
দিনের পর দিন দোকান বন্ধ রাখায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। গ্রীন জোন এলাকায় শর্তসাপেক্ষে পঞ্চাশ শতাংশ কর্মী নিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত দোকান খোলা রাখার নির্দেশ সরকারিভাবে জারী করা হলেও মিষ্টি ব্যবসায়ীরা তাদের দোকান আংশিক ভাবে খোলা রাখছেন কিন্তু ক্রেতার দেখা নেই। করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে ক্রেতারা দোকানে আসছেন না। কুমারগ্রাম ব্লকের অন্যতম দুটি বানিজ্য কেন্দ্র বারবিশা ও কামাখ্যাগুড়ি সহ সর্বত্র একই পরিস্থিতি।
বারোবিশার অন্যতম মিষ্টি ব্যবসায়ী রাখাল ঘোষ জানান, দোকান খুলে রাখলেও ক্রেতাদের দেখা নেই। শহরে কিছু মিষ্টি বিক্রি হলেও গ্রামাঞ্চলে বিক্রি একেবারেই নেই। এছাড়া ও কর্মচারীদের মধ্যে কাকে ছেড়ে কাকে রাখবেন সেটাও একটা সমস্যা। দোকানে বিক্রি না থাকায় কর্মচারীদের মজুরি দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেদিকেই তাকিয়ে আছেন তারা।