fbpx
কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস, ভারী বৃষ্টির সতর্কতা জারি

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে চলছে বৃষ্টি। রবিবার রাতভর বৃষ্টি চলার পরে সোমবার সকাল থেকে টানা বৃষ্টি চলছে। বঙ্গোপসাগরে ইতিমধ্যে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত। দক্ষিণ ওড়িশা উপকূলে দিয়ে শক্তিশালী এই নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করেছে। আপাতত এর অবস্থান ওড়িশা ও দক্ষিণ ছত্তিশগড় এলাকায়। যার জেরে ওড়িশা ও বাংলা উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এর প্রভাব পড়েছে উপকূলবর্তী অংশগুলিতে। উত্তাল হবে বঙ্গোপসাগর। সেই সঙ্গে বইবে সামুদ্রিক ঝোড়ো হাওয়া। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। পর্যটকদেরও সতর্ক থাকার  থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

মঙ্গলবার পর্যন্ত দিঘা মন্দারমণি ও সাগর সৈকতে পর্যটকদের সমুদ্রে স্নানে নিয়ন্ত্রণের পরামর্শ দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দিনভর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বেলা বাড়ার সঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং নদিয়াতে ভারী বৃষ্টি হবে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

পুজোর মুখে বৃষ্টির কারণে সমস্যায় ব্যবসায়ীরা।

 

Related Articles

Back to top button
Close