যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন মহারাষ্ট্রে আরও পুলিশ কর্মী। জানা গিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছে ১১৬জন। মৃত্যু হয়েছে আরও ৩ জনের। মহারাষ্ট্রে মোট আক্রান্ত পুলিশ কর্মীর সংখ্যা ২ হাজার ২১১। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৬।
উল্লেখ্য, মহারাষ্ট্রে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে নোভেল করোনাভাইরাস। দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনার সংক্রমণ ছড়িয়েছে উদ্ধব ঠাকরের রজ্যেই।
রাজ্যের পুলিশ বিভাগে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ায় রীতিমতো উদ্বেগে রাজ্য প্রশাসন।
সূত্রের খবর, এখনও পর্যন্ত ২,০৯৫ জন পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন করোনায়। এই অবস্থায় মুম্বই পুলিশের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, ৫২-র বেশি যাদের বয়স এবং শরীরে সুগার বা হাইপারটেনশের মতো রোগ রয়েছে তারা যেন কাজে না আসেন। ৫৫-র বেশি যাদের বয়স তাদের কাজে আসতেই বারণ করে দেওয়া হয়েছে। কারণে করোনা আক্রান্ত হলে এই বয়সের মানুষদের ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাও পুলিশে সংক্রমণ থামছে না।
সর্বাধিক সংক্রমণ ছড়ানো এই রাজ্যে পুলিশ কর্মী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং সাফাইকর্মীরাই সর্বাধিক আক্রান্ত হচ্ছেন।