
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: জোকা ইএসআই হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে জুতো ছোঁড়া, অর্পিতাকে কটূক্তি এই সমস্ত ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তার ঘনিষ্ঠ বান্ধবীর নিরাপত্তা নিয়ে চিন্তির জেল কর্তৃপক্ষ। তাই প্রেসিডেন্সি জেলের তরফে আদালতে ভার্চুয়াল শুনানির আবেদন জানানো হয়। সোমবার জেল কর্তৃপক্ষ তাঁদের আবেদনে বলেন, তাঁদের সশরীরে হাজির করাতে হলে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে পার্থ ও অর্পিতাকে ভার্চুয়াল হাজিরার অনুমতি দেওয়া হোক। সবদিক বিবেচনা করে সেই আবেদন মঞ্জুর করল আদালত। ফলে আগামী ৩১ আগস্ট শুনানির দিন আর সশরীরে আদালতের হাজির হতে হবে না পার্থ ও অর্পিতাকে। তার বদলে শুনানি হবে ভার্চুয়ালি।
এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ক। গ্রেফতারির পর থেকে একাধিকবার তাঁদের হাসপাতালে ও আদালতে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিক্ষেত্রে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে তাঁদের নিয়ে যেতে হয়েছে। পার্থের কর্মকাণ্ডের জন্য তার প্রতি রাজ্যের মানুষের ক্ষোভ বাড়ছে। আর সেই ক্ষোভের প্রতিফলন দেখা গেছে জোকা ইএসআই হাসপাতালে। সব দিক বিচার বিবেচনা করেই কারা কর্তৃপক্ষের তরফ থেকে আবেদন জানানো হয়। সেই আবেদন মঞ্জুর করে আদালত।