কুর্মি সম্প্রদায়ের ডাকা অবরোধে স্তব্ধ জনজীবন, আজও বাতিল বহু ট্রেন

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: কুর্মি সম্প্রদায়ের ডাকা রেল ও সড়ক অবরোধের কারণে বিপর্যস্ত সাধারণ জনজীবন। পর ট্রেন বাতিলের কারণ আটকে পড়েছেন বহু। অনেকেই খুব অসহায় অবস্থায় রয়েছে। এই নিয়ে পঞ্চম দিনে পড়ল রেল অবরোধ। আজও বাতিল বহু ট্রেন। প্রায় ২৩টি ট্রেন বাতিল করা হয়েছে। ফলে মানুষই আটকে পড়েছেন। ঘুরপথে চালানো হচ্ছে সাতটি ট্রেন৷ পাশাপাশি ৬ নম্বর জাতীয় সড়কও অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনকারীরা৷ যার জেরে পাঁচ দিন ধরে রাস্তাতেই আটকে রয়েছে হাজার হাজার পণ্যবাহী ট্রাক৷ আটকে পড়েছে বহু দূরপাল্লার বাসও৷ সব মিলিয়ে চরম ভোগান্তিতে সাধারণ জনজীবন।
তফশিলি উপজাতি হিসেবে কুর্মিদের অন্তর্ভুক্তি সহ বেশ কয়েক দফা দাবিতে পাঁচ দিন ধরে পুরুলিয়ার কুস্তাউর এবং পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে রেল অবরোধ চালিয়ে যাচ্ছেন কুর্মিরা৷ যার ফলে দক্ষিণ পূর্ব শাখার খড়্গপুর-টাটা ডিভিশনে রেল চলাচল কার্যত বিচ্ছিন্ন৷ ওই রুট দিয়ে যাতায়াতকারী ট্রেনগুলিকে হয় বাতিল করতে হচ্ছে, নাহলে ঘুরপথে চালাতে হচ্ছে৷ রেলের তরফে জানানো হয়েছে, অবরোধের জেরে আজও রাঁচি- খড়্গপুর এক্সপ্রে, ধানবাদ-টাটানগর-ধানবাদ এক্সপ্রেস, টাটানগর-হাওড়া- টাটানগর স্টিল এক্সপ্রেস, হাওড়া-বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস, হাতিয়া- খড়্গপুর এক্সপ্রেসের মতো একাধিক ট্রেন বাতিল করতে হয়েছে৷ ঘুরপথে চলছে পোরবন্দর- শালিমার এক্সপ্রেস, জগদলপুর- হাওড়া এক্সপ্রেস, রাঁচি-হাওড়া-রাঁচি এক্সপ্রেস, আহমেদাবাদ- হাওড়া এক্সপ্রেসের মতো সাতটি ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে৷
সাঁতরাগাছি-পুরুলিয়া-সাঁতরাগাছি,পুরুলিয়া-হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস, খড়্গপুর-হাতিয়া-খড়্গপুরের মতো ট্রেনগুলি আদ্রা পর্যন্ত গিয়ে ফিরতি পথে রওনা দেবে৷
আন্দোলনকারীদের দাবি, সরকারি তরফে তাঁদের যে চিঠি দেওয়া হয়েছিল, তাতে খুশি নন তাঁরা৷ ফলে এখনই অবরোধ তোলা সম্ভব নয়৷ অবরোধের কারণে স্বব্ধ সমস্ত পরিষেবা।