কেনিয়ায় ফাইবার গ্লাসের দুর্গা ও লক্ষ্মী প্রতিমা

নিজস্ব প্রতিনিধি: তিনি আসছেন। কৈলাসে এখনও তেমন ব্যস্ততা শুরু না হলেও মর্তে এই করোনার আবহেও মানুষ ধীরে ধীরে তৈরি হতে শুরু করেছেন। কোথাও থিম তো কোথাও সাবেকি পুজো। তবে প্রত্যেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টাতে ব্যাপৃত। ভারতের বাঙালির পাশাপাশি বিদেশের বাঙালিরাও মায়ের আরাধনার আয়োজন করছেন।
কেনিয়ার বাঙালি অ্যাসোসিয়েশন কলকাতা থেকে ফাইবার গ্লাসের প্রতিমা নিয়ে গিয়ে পুজো করবেন এই প্রথমবার। প্রতিমা শিল্পী তাপস সরকার।
শিল্পী তাপস সরকার জানালেন, এক চালায় তৈরি এই প্রতিমার উচ্চতা ৬ফিটের মতো। মায়ের পরণে থাকবে বেনারসি শাড়ি আর ডাকের সাজের গয়না। তাঁর কথায় আফ্রিকার কোনও জায়গায় এর আগে কলকাতা থেকে দুর্গাপ্রতিমা যায়নি। কেনিয়ার মোম্বাসায় শিল্পপতি কুণাল সরকারের উদ্যোগে এই প্রথমবার বড় করে দুর্গাপুজো হচ্ছে। করোনা মহামারীর হাত থেকে আফ্রিকা অনেকটাই সুরক্ষিত। তবু পুজোর চারদিন থাকবে নানা সতর্কতা। শিল্পী শুধু দুর্গাপ্রতিমা নয়, কেনিয়ার এই পুজো কমিটির জন্য বানাচ্ছেন লক্ষ্মীপ্রতিমাও।