
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: দুর্গাপুজো হেরিটেজ স্বীকৃতি পেয়েছে। সেই স্বীকৃতিকে ধন্যবাদ জানিয়ে সম্প্রতি এক মাস ধরে এই দুর্গাপুজোর শোভাযাত্রার আয়োজনের কর্মসূচির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গতকাল, ১ সেপ্টেম্বর ছিল তার প্রথম দিন। জোড়াসাঁকো থেকে শুরু হয়ে এই মিছিল চলে রেড রোড পর্যন্ত।
আজ ট্যুইটারে নিজের প্রোফাইল পিকচার বদলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। UNESCO -র স্বীকৃতি নিয়ে বিরোধীরা যখন তীব্র আক্রমণ শানিয়ে যাচ্ছে তাঁকে। তখন UNESCO কে ধন্যবাদ জানিয়ে তাঁর এই প্রোফাইল পিকচার বদল নজর কেড়েছে সকলের৷ নয়া প্রোফাইল পিকচারে লেখা আছে, “আমরা গর্বিত+দেশ গর্বিত, বিশ্ব গর্বিত” একই সঙ্গে লেখা আছে Thank You UNESCO…
উল্লেখ্য, বৃহস্পতিবার রেড রোড থেকে মমতা বলেন, ইউনেস্কোর সাপোর্ট আমাদের অনুপ্রেরণা দিয়েছে। পুজো দেখা, প্যান্ডেল হপিং, কার্নিভালে আমন্ত্রণ জানাই। মুখ্যমন্ত্রী এদিন বলেন, সৌরভ আমার ছোট ভাই, ওকে আমন্ত্রণ।
মমতা এদিন বলেন, আজকের এই অনুষ্ঠান ঐতিহাসিক। আজ থেকেই শুরু হয়ে গেল পুজো। এদিন মঞ্চ থেকেই মমতা বলেন, ‘এই পৃথিবী একটাই দেশ। রেড রোডে এদিন ইউনেস্কোর প্রতিনিধিদের সম্বর্ধনা দেওয়া হয়।
ইউনেস্কোর আধিকারিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এদিন।