১৩ আগষ্ট কালদিবস পালন করবে দুর্গাপুর বিজেপি নেতৃত্ব
জয়দেব লাহা, দুর্গাপুর: ২০১৭ সালের ১৩ আগষ্ট দুর্গাপুর পুরসভার নির্বাচন হয়েছিল। আর ওই দিনটি কালদিবস হিসাবে পালন করবে দুর্গাপুর বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন, পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সভাপতি লক্ষন ঘড়ুই।
এদিন তিনি বলেন, “২০১৭ সালের ১৩ আগস্ট দুর্গাপুর পুরসভার নির্বাচনের নামে প্রহসন হয়েছিল। দুর্গাপুরে আমজনতার ভোটাধিকার হরন করেছিল। ওই দিন ভারতীয় গণতন্ত্রের গলা টিপে বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রশাসন গুন্ডা মাফিয়া বোমা গুলি বারুদের জোরে দুর্গাপুর পুরসভা দখল করেছিল। তাই এইদিনটি বিজেপির পক্ষ থেকে কালাদিবস পালন করা হবে।”
তিনি জানান, এদিন ধিক্কার মিছিল করা হবে। একই সঙ্গে দুর্গাপুর সিটিসেন্টারে প্রতিবাদ সভা করা হবে। থাকবেন দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, রাজ্য যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ শ্রী সৌমিত্র খাঁ প্রমুখ। পাশাপাশি তিনি আরও বলেন, “সম্প্রতি দলের সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। জেলায় সাড়ে ১৩ লক্ষ ও দুর্গাপুর ৩ লক্ষ সদস্য সংগ্রহের লক্ষমাত্রা নেওয়া হয়েছে। তার জন্য ডোর-টু-ডোর সম্পর্ক অভিযান চলছে।”