fbpx
কলকাতাহেডলাইন

অফিস টাইমে বাসের তলায় বাইক ঢুকে প্রবল অগ্নিকাণ্ড, কোনওমতে রক্ষা যাত্রীদের

অভীক বন্দ্যোপাধ্যায়, বিধান নগর: কিছুদিন আগে হাওড়া ব্রিজের উপরে  আগুন ধরে ভস্মীভূত হয়ে গিয়েছিল একটি বাস। এবার শুক্রবার সকালে দমদম পার্কে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস। বাসের নিচে সোজা একটি বাইক ঢুকে যাওয়ায়  তার সঙ্গে সংঘর্ষের জেরে বাসটিতে আগুন জ্বলে যায়। কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে বাস থেকে নামতে সক্ষম হয়েছেন যাত্রীরা। তবে এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন বাইক চালক।

জানা গিয়েছে, শুক্রবার সকালে যাত্রীবোঝাই বাসটি এয়ারপোর্ট থেকে উলটোডাঙার দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দমদম পার্ক এলাকায় পৌঁছতেই হঠাৎই একটি বাইক চলে আসে বাসটির সামনে। গতি বেশি থাকায় বাইকটি নিয়ন্ত্রণ করতে না পেরে ঢুকে যায় বাসের নিচে। সেই ঘর্ষণের জেরেই প্রথমে আগুন ধরে যায় বাইকটিতে। সেই আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে বাসে। স্থানীয়রাই তড়িঘড়ি খবর দেয় দমকলে। ঘটনাস্থলে যায় দুটি ইঞ্জিন। তবে ততক্ষণে পুড়ে ভষ্মীভূত হয়ে গিয়েছে গোটা বাস।

জানা গিয়েছে, বাসটি সম্পূর্ণভাবে পুড়ে গেলেও যাত্রী বা বাস চালকের কোনও ক্ষতি হয়নি। তাঁরা সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তবে আশঙ্কাজনক বাইকচালক অশোক সরকার। তাঁকে ইতিমধ্যেই বাগুইআটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

 

Related Articles

Back to top button
Close