পুজোর সময় বেলপাহাড়িতে মাওবাদীদের ভয় উপেক্ষা করেই ভিড় পর্যটকদের

সুদর্শন বেরা, ঝাড়গ্রাম: পুজোর মরশুমে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের বেলপাহাড়িতে মাওবাদীদের ভয় উপেক্ষা করেই লক্ষ্য করা গেল পর্যটকদের ঢল। তাই ঝাড়গ্রাম শহরের সরকারি ও বেসরকারি অতিথি নিবাস গুলিতে তিল ধারণের জায়গা নেই। করোনা পরিস্থিতি সত্ত্বেও প্রচুর পর্যটক ঝাড়গ্রামে এবার বেড়াতে এসেছেন। তাই ঝাড়গ্রামে আসা পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সেই সঙ্গে বেলপাহাড়িতে বেড়াতে যাওয়া প্রতিটি পর্যটকের গাড়ির নম্বর ও মোবাইল ফোন নম্বর নথিভুক্ত করে রাখছেন বেলপাহাড়ি থানার পুলিশ প্রশাসন। ঝাড়গ্রামে আসা পর্যটকরা বেলপাহাড়ির ঘাগরা জলপ্রপাত এলাকা ঘুরে দেখছেন। সেই সঙ্গে নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য সেলফি তুলছেন। কিনছেন বেলপাহাড়ির ঐতিহ্যমণ্ডিত পাথরে খোদাই করা বিভিন্ন সামগ্রী। সেই সুন্দর কারুকার্য করা পাথরের জিনিসগুলি তৈরি করছে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী।
ভালই বিক্রি হচ্ছে বলে জানায় স্থানীয় প্রশাসন। তাই মাওবাদী ভয়কে উপেক্ষা করে এবং করোনা পরিস্থিতিকে দূরে সরিয়ে রেখে বিভিন্ন এলাকা থেকে ঝাড়গ্রামে বেড়াতে আসা পর্যটকরা ঝাড়খণ্ড সীমান্তবর্তী বেলপাহাড়ির ঘাগরা জলপ্রপাত সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন। করোনা পরিস্থিতিতে ঝাড়গ্রামে পর্যটকদের ভিড় হওয়ায় পর্যটন ব্যবসার সাথে জড়িত সকলেই খুশি। কারণ করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন পর্যটকদের আনাগোনা বন্ধ ছিল। অবশেষে দুর্গাপুজোর সময় থেকেই প্রচুর পরিমাণে পর্যটক ঝাড়গ্রামে বেড়াতে আসা শুরু করেছে। যার ফলে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।