fbpx
আন্তর্জাতিকহেডলাইন

ইউক্রেনে কারফিউয়ের মধ্যেই জোলোনস্কির সঙ্গে বৈঠক করতে এলেন তিন দেশের প্রধানমন্ত্রী

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ ইউক্রেনের রাজধানী কিয়েভে দখলে মরিয়া রুশ বাহিনী। আবাসিক এলাকায় হামলা অব্যাহত। কমপক্ষে চারজন নিহত হয়েছে। এই পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্য রাজধানী কিয়েভে পৌঁছেছেন পূর্ব ইউরোপের তিন দেশ পোল্যান্ড, চেক রিপাবলিক এবং স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীরা। পোল্যান্ড থেকে ট্রেনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা কিয়েভ পৌঁছান। বর্তমানে শহরটিতে ৩৫ ঘণ্টার কারফিউ চলছে।

চেক প্রধানমন্ত্রী পিটার ফিয়ালা এবং পোল্যান্ডের মাতিউস মোরাভিয়েস্কি এর আগে এ সফরের ঘোষণা দিয়ে বলেন, স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী ইয়ানেস ইয়ানশা এবং তাঁরা দুজন কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করবেন।

ইউক্রেনের প্রেসিডেন্টের অফিস থেকেও এ সফরের কথা নিশ্চিত করা হয়। তিন সপ্তাহ আগে ইউক্রেনে রুশ সামরিক হামলা শুরুর পর এই প্রথম কোনও বিদেশি নেতা দেশটি সফর করছেন।

তাঁদের সফরটি এমন সময় হচ্ছে যখন কিয়েভের শহরতলীতে গত কদিন ধরে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনের সেনাদের তীব্র লড়াই চলছে।

তিন ইউরোপীয় নেতার এমন সাহসের ভীষণ প্রশংসা করেছে ইউক্রেন। পোল্যান্ড থেকে কিয়েভ পর্যন্ত দীর্ঘ পথ রেলযোগে পাড়ি দিতে তিন প্রধানমন্ত্রী বড় ধরনের ঝুঁকি নিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সতর্ক করার পরও এই তিনজন পিছিয়ে যাননি।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে। ধারণা করা হচ্ছিল, যুদ্ধ শুরুর তিন থেকে চার দিনের মধ্যে রাজধানী কিয়েভের পতন হবে। যুদ্ধের তৃতীয় সপ্তাহেও রাজধানী রক্ষায় প্রতিরোধযুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা।

 

 

Related Articles

Back to top button
Close