পশ্চিমবঙ্গহেডলাইন
শুল্কমুক্ত ডায়াবেটিস চেক আপ শিবির দমনপুরে

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: ডাক্তার সৌম্যজিৎ দত্তের উদ্যোগে ও আলিপুরদুয়ারের স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস এর ব্যবস্থাপনায় আলিপুরদুয়ার জেলার দমনপুরে অনুষ্ঠিত হল বিনামূল্যে ডায়াবেটিস নির্নয় শিবির।
রবিবার আয়োজিত এই শিবিরে এলাকার তিন শতাধিক পুরুষ ও মহিলার ডায়াবেটিস পরীক্ষা করা হয়। যাদের ডায়াবেটিস ধরা পড়েছে তাদের এই শিবির থেকে বিনামুল্যে ওষুধ দেবার পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রনে পরামর্শ ও দেওয়া হয় বলে জানান ডাক্তার সৌম্যজিৎ দত্ত। তিনি আরও বলেন ডায়াবেটিস রোগ বিশ্বে মহামারী আকারে দেখা দেবার আগেই এই রোগ ঠেকাতে মানুষকে সচেতন হতে হবে। এই শিবির থেকে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতার বার্তা ও প্রচার করা হয়।