fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

শীর্ষ আদালতের ৫০ তম বিচারপতি হচ্ছেন ডিওয়াই চন্দ্রচূড়

যুগশঙ্খ,ওয়েবডেস্ক :দেশের শীর্ষ আদালতের পরবর্তী প্রধান বিচারপতির পদে বসতে চলেছেন ডিওয়াই চন্দ্রচূড়। ভারতের ৫০ তম বিচারপতি হিসেবে শপথ নেবেন তিনি।

আগামী ৯ নভেম্বর ভারতের ৫০ তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। সুপ্রিমকোর্টের বর্তমান প্রধান বিচারপতি (সিজেআই) ইউইউ ললিত উত্তরসূরি হিসেবে তাঁর নাম সুপারিশ করেছেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের ফুলকোর্ট বৈঠকে এই সুপারিশ করা হয়। ডিওয়াই চন্দ্রচূড় দুই বছরের বেশি সময় তিনি এই পদে থাকবেন।

২০২৪ সালে অবসর নেবেন তিনি। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ১৯৯৮ সালে ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৯৮ সালে দেশের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১৩ সালে তিনি এলাহাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন। পাশাপাহি তিনি বম্বে হাই কোর্টের সঙ্গেও যুক্ত ছিলেন। ২০১৬ সালে তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নিত করা হয়।

Related Articles

Back to top button
Close