fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

সিভিক ভলেন্টিয়ার এর হাতে মার খাওয়ার প্রতিবাদে থানা ঘেরাও ডিওয়াইএফআই- এর

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: সিভিক ভলেন্টিয়ার এর হাতে মার খাওয়ার প্রতিবাদে থানা ঘেরাও করল ডিওয়াইএফআই-এর কর্মীরা। উত্তর ২৪ পরগনার বরানগরের ঘটনা। শনিবার বরানগরের এক সিভিক ভলেন্টিয়ারের হাতে  ডিওয়াইএফআই-এর এক কর্মীকে মারধরের অভিযোগে বরানগর থানা ঘেরাও করে ডিওয়াইএফআই কর্মী সমর্থকেরা। শনিবার সকালে তোতন দে নামে এক ডিওয়াইএফআই-কর্মীকে ওই ভলেন্টিয়ার সহ বেশ কয়েকজন মিলে বাড়ি থেকে তুলে থানায় নিয়ে গিয়ে মারধর শুরু করে বলে অভিযোগ।

[আরও পড়ুন- সুন্দরবনে চোরা শিকারের চক্র বেশ সক্রিয়, ফের প্রমাণিত]

ঘটনার সূত্রপাত গত শুক্রবার। মাস্ক পড়া নিয়ে ডিওয়াইএফআই কর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই সিভিক ভলেন্টিয়ার। তারপরই তাকে শাসানো হয় বলে অভিযোগ। আর সেই প্রতিবাদেই রবিবার তারা বরানগর থানা ঘেরাও করে ডেপুটেশন জমা দেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

Related Articles

Back to top button
Close