ফের ভূমিকম্প, এবার কাঁপল হিমাচল প্রদেশ
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আবারও ভূমিকম্প অনুভূত হল ভারতে। এবার কাঁপল হিমাচল প্রদেশ। প্রসঙ্গত, প্রতিদিন ভূমিকম্পের জেরে তৈরি হয়েছে উদ্বেগ। জানা গিয়েছে, শনিবার সকাল ৮.১৫ মিনিটে হিমাচল প্রদেশের ধরমশালায় কম্পন অনুভূত হয়।
জাতীয় ভূমিকম্প কেন্দ্র থেকে জানা গিয়েছে, এদিন রিখটার স্কেলে তীব্রতা ছিল ২.৮। ধরমশালা থেকে ৭০ কিমি উত্তরে কম্পনের উত্সস্থল ছিল। তবে এই ঘটনার জেরে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। চলতি সপ্তাহেই জোরালো কম্পন অনুভূত হয় নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৫০ কিলোমিটার পূর্বে। ন্যাশনাল সিসমোলজি সেন্টারের রিখটার স্কেলে ৫.৪ কম্পাঙ্কের তীব্রতা ধরা পড়ে। যদিও, ক্ষয়ক্ষতির খবর এখনও জানা যায়নি।
আরও পড়ুন: বিপুল পরিমাণ অস্ত্র সহ কাশ্মীরের রাজৌরি থেকে ৩ সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার
উল্লেখ্য, পয়লা মার্চ থেকে ৮ সেপ্টেম্বর, এই ছয়মাসের সামান্য কিছু বেশি সময়ের মধ্যে সারা দেশে ৪১৩টি ভূমিকম্পের ঘটনা ঘটেছে। ন্যাশনাল সিসমোলজিক্যাল নেটওয়ার্কে ওই রেকর্ড ধরা পড়েছে। আর এই তথ্য সামনে আসতেই ভয়ংকর বিপদের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।