fbpx
দেশহেডলাইন

ফের ভূমিকম্পে কাঁপল উত্তর-পূর্ব ভারত, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের ভূমিকম্পে কাঁপল উত্তর-পূর্ব ভারত। এবার কম্পন অনুভূত হল মিজোরামে। জানা গিয়েছে, রবিবার সকালে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্বের রাজ্য মিজোরাম। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৬। এদিনের ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল চম্পাই।

এদিন সকাল ৭টা ২৯ মিনিট নাগাদ কম্পনটি সৃষ্টি হয় বলে জানিয়েছে ন্য়াশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS)। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

                      আরও  পড়ুন: স্বস্তি, করোনায় সুস্থতার নিরিখে রেকর্ড গড়ল ভারত

NCS-কে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, ‘আজ সকাল ৭টা ২৯ মিনিটে মিজোরামের চম্পাইয়ে ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৬।’ করোনার প্রকোপে যখন প্রাণ ওষ্ঠাগত তখন মাঝেমধ্যেই ভূমিকম্পের ঘটনা ঘটছে। একদিনও বাদ যাচ্ছে না। রোজই দেশের কোনও না-কোনও অঞ্চল কেঁপে উঠছে ভূমিকম্পে। এর আগে জুলাই মাসেও কম্পন অনুভূত হয়েছিল মিজোরামের চম্পাইয়ে। তখনও ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চম্পাই। সেবারও কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানীর ঘটনা ঘটেনি।

Related Articles

Back to top button
Close