fbpx
দেশহেডলাইন

দেশে ভূমিকম্প অব‍্যাহত, কয়েক ঘণ্টার ব্যবধানেই ফের কেঁপে উঠল মিজোরাম ও মণিপুর

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দেশে ভূমিকম্প অব‍্যাহত। করোনা আবহে একের পর ভূমিকম্প হয়েই চলেছে। মাত্র কয়েক ঘন্টার ব‍্যবধানে ফের কেঁপে উঠল মিজোরাম ও মণিপুর। রবিবারের পর সোমবার সাতসকালে ভূমিকম্প অনুভূত হল দুই রাজ‍্যে। এদিনের ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৩। জাতীয় ভূমিকম্প কেন্দ্র ট্যুইটে জানিয়েছে, সোমবার ভোর ৪.১০-এ কেঁপে ওঠে মিজোরাম। ভূমি থেকে ২০ কিমি গভীরে ছিল কম্পনের উপকেন্দ্র।

আরও পড়ুন: একাধিক দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় তৃণমূল, উওেজনা তমলুকে

এর আগে, বৃহস্পতিবার সারাদিনে বার তিনেক কাঁপে ভারতের আদ্যোপান্ত। আন্দামান-নিকোবর দীপপুঞ্জ, হরিয়ানার পর দিনশেষে মিজোরাম। ১৮ জুন মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তর-পূর্বের রাজ্যগুলি। সে বার কম্পনের তীব্রতা ছিল ৫। মিজোরামের চম্পাইতে ভূমি থেকে ৮০ কিমি গভীরে ছিল কম্পনের উপকেন্দ্র। শিলং-সহ উত্তর-পূর্বের প্রায় সব শহরে ভূমিকম্প অনুভূত হয়। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

উল্লেখ্য, রবিবারও অসম, মেঘালয়, মণিপুর ও মিজোরামের মানুষ জোরালো কম্পন অনুভব করেন। কম্পনের মাত্রা ছিল ৫.১। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মিজোরামের আইজলে।

Related Articles

Back to top button
Close