fbpx
দেশহেডলাইন

এবার ভূমিকম্পে কেঁপে উঠল মুম্বই

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: প্রথমে দিল্লি, কাশ্মীর ও গুজরাট। এবার মুম্বই। ভূমিকম্পে কেঁপে উঠল বাণিজ্য নগরী। বুধবার ১১.৫১ নাগাদ মহারাষ্ট্রের মুম্বইয়ের কাছে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ২.৫।

 

 

উল্লেখ্য, প্রায় প্রতিদিনই ভারতের উত্তর-পশ্চিম দিকে কম্পন অনুভূত হচ্ছে। জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, মুম্বইয়ের উত্তর দিকে ১০৩ কিমি দূরে কম্পনের উত্‍সস্থল ছিল। তবে বিস্তারিত এখনও খবর প্রকাশিত হয়নি। কম মাত্রার হলেও এলাকায় তৈরি হয়েছে প্রবল আতঙ্ক। কম্পনের জেরে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

 

 

প্রসঙ্গত রবিবার রাত থেকে ভারতের দিল্লি, গুজরাট, রাজস্থান, জম্মু ও কাশ্মীরের বিস্তৃণ এলাকায় মাঝারি থেকে কম মাত্রার কম্পন অনুভূত হচ্ছে। টানা তিনদিন ধরে গুজরাট ও ভূস্বর্গে ভূমিকম্প হয়েছে।

Related Articles

Back to top button
Close