fbpx
অসমদেশহেডলাইন

ফের ভূমিকম্পে কাঁপল উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্য

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: রবিবার ফের কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারত। রবিবার মেঘালয় ও মণিপুরে কম্পন অনুভূত হল।

 

 

জানা গিয়েছে, এদিন দুপুর ১২টা ২৪ নাগাদ মেঘালয়ের তুরা থেকে ৩৫ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেল ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৯। কম্পনের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৬ কিলোমিটার গভীরে। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

 

 

 

এদিকে এর ঠিক ১ ঘন্টা আগে সকাল ১১টা ২৪ নাগাদ মণিপুরে ভূমিকম্প হয়। মণিপুরের উখরুল থেকে থেকে ২২ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেল ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.০। কম্পনের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার গভীরে।

 

 

 

এরআগে সকাল ৮টা ৫৬ নাগাদ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দিগলিপুরের কাছে ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেল ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.১। কম্পনের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৪৫ কিলোমিটার গভীরে। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর মেলেনি।  দ্য ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র আন্দামানের দিগলিপুর থেকে ৪৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

Related Articles

Back to top button
Close