fbpx
অসমদেশহেডলাইন

ফের ভূমিকম্পে কেঁপে উঠল অসম, আতঙ্কিত মানুষ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা আবহের মাঝেই ফের ভূমিকম্পে কাঁপল অসম রাজ্য। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে মাঝে মাঝেই ভূমিকম্প হচ্ছে৷ তবে আজ শনিবার ফের ভূমিকম্পে কেঁপে উঠল অসম৷

জানা গিয়েছে, এ দিন ভোর ৫টা ২৬ মিনিটে ভূমিকম্প হয় অসমে৷ অসমের সোনিতপুরে কম্পন অনুভূত হয়৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫৷ কম্পনের জেরে আতঙ্কে বহু মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন৷ তবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই৷ জুলাই মাসেও বেশ কয়েকবার কম্পন অনুভূত হয়েছে অসমে৷ গত ২৪ জুলাই ৩.৫ রিখটার স্কেল কেঁপে ওঠে অসমের কার্বি আংলং জেলা৷ সকাল ১১টায় হওয়া ভূমিকম্পের এপিসেন্টার ছিল তেজপুরে থেকে ৫৮ কিমি দক্ষিণে৷

উল্লেখ্য, এর আগে ১৬ জুলাই একই দিনে দু বার কেঁপে ওঠে অসম৷ প্রথম কম্পনের তীব্রতা ছিল ৪.১ ও দ্বিতীয়টির ২.৬৷ গত ১৬ জুলাই সকাল ৮টা নাগাদ ভূমিকম্প অনুভূত হয় অসমের করিমগঞ্জে৷

Related Articles

Back to top button
Close