fbpx
দেশহেডলাইন

ভূটানে ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা  ৪.২

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ভুটান, সিকিম সহ উত্তর বঙ্গ। ভুটান লাগোয়া পশ্চিমবঙ্গের ৫ জেলায় অনুভূত হয়েছেভূমিকম্প। উত্তর পূর্ব ভারতের আরো ৬ রাজ্যে এই কম্পন হয়েছে। নেপালেও অনুভূত হয় ভূমিকম্পের রেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.২। ভারতের জয়গাঁ থেকে মাত্র ১৯ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎসস্থল।

বৃহস্পতিবার রাত ৮টা বেজে ১৬ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় বলে । জানা গিয়েছে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে এই কম্পন হয়েছে। এখনও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। আফটার শকের আতঙ্কে ভুটানের পাহাড়বাসীদের সতর্ক করতে গুম্ফাগুলিতে বাজানো হচ্ছে বিপদ ঘণ্টা।ভুটান পাহাড়ের ধস প্রবণ এলাকায় জীবনহানি এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল।

Related Articles

Back to top button
Close