fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

কাঁপল উত্তরপ্রদেশে, অদূর ভবিষ্যতে বড় ভূকম্পের আশঙ্কা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার ভুমিকম্পে কেঁপে উঠল উত্তরপ্রদেশে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.০। মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের ফতেহপুরে ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল লখনউ থেকে ৫৯ কিমি দূরে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিমি গভীরে ভূমিকম্প আঘাত হানে। তবে এই ভূমিকম্পে কেউ নিহত বা আহত হয়নি বলেই জানা গিয়েছে, কোনও ক্ষয়-ক্ষতিরও খবর পাওয়া যায়নি।বিগত কয়েকদিন ধরে একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠছে দেশের এক প্রান্ত থেকে ওপর প্রান্ত। এবার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরপ্রদেশ।

[আরও পড়ুন- দেশে করোনা আক্রান্ত ৭ লক্ষ ছাড়ালো]

উল্লেখ্য, প্রায় প্রতিদিনই দিল্লি, লাদাখ, মিজোরাম, ত্রিপুরা, হরিয়ানার মতো একাধিক এলাকায় ভূমিকম্প হচ্ছে। এর আগে রবি ও সোম পর পর দুদিন লাদাখে ভূমিকম্প হয়। চলতি মাসের প্রথম সপ্তাহেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি। এমনকি অদূর ভবিষ্যতে আরও বড়সড় ভূমিকম্পের বার্তাও দিয়েছেন বিশেষজ্ঞরা।

 

Related Articles

Back to top button
Close