আফগানিস্তানে ভূ-কম্পন প্রাণ কাড়ল ২৬ জনের, কম্পন অনুভূত উত্তর-পূর্ব ভারতেও

যুগশঙ্খ,ওয়েবডেস্কঃ সোমবার আফগানিস্তান ও উত্তরভারতে কম্পন। আফগানিস্তানে ভূমিকম্পে অন্তত কমপক্ষে ২৬ জনের প্রাণহানি ঘটনা ঘটেছে। হতা-হতের সংখ্যা বাড়ার আশঙ্কা। নিহতদের মধ্যে পাঁচ মহিলা ও চার শিশু রয়েছে। আহত হয়েছে চারজন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। পর পর দুবার কেঁপে ওঠে এলাকা। প্রথমবার কম্পনের মাত্রা ছিল ৫.৩। দ্বিতীয়বার কম্পনের মাত্রা ছিল ৪.৯। প্রথমবারে ভূমিকম্পের উৎসস্থল ছিল বাদঘিস প্রদেশের রাজধানী কোয়াল-ই-নইয়ের ৪১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। কোয়াল-ই-নইয়ের দক্ষিণ-পূর্বে ৫০ কিলোমিটার দূরে দ্বিতীয় ভূমিকম্পের উৎসস্থল ছিল।
উল্লেখ্য, আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে মূলত ভূমিকম্পের প্রবণতা বেশি। এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।
এর আগে ২০১৫ সালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। ৭ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্পে প্রায় ২৮০ জনের প্রাণহানি ঘটে।
সোমবার কম্পন অনুভূত হয় উত্তর পূর্ব ভারতে। গভীর রাতে ২.১১ নাগাদ মিনিট নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়। অপর কম্পনটি হয় ভোররাত ২.৩৯ নাগাদ। এনসিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল আসামের কাছাড় জেলায়। কম্পনের গভীরতা ছিল ৩৫ কিলোমিটার জুড়ে। দ্বিতীয় কম্পনের উৎপত্তিস্থল মণিপুরের কাংপোকপি এলাকায় কেন্দ্রস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫ ও ৩.৮।