fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

আন্দামানের পোর্ট ব্লেয়ারের কাছে ভূমিকম্প, বাড়ছে উদ্বেগ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভোররাতে কেঁপে উঠল আন্দামানের পোর্ট ব্লেয়ারের নিকটবর্তী এলাকা। বৃহস্পতিবার ২ টো ২৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, আন্দামান নিকোবর দ্বীপের পোর্টব্লেয়ার থেকে ২২২ কিমি দক্ষিণে ছিল এই কম্পনের কেন্দ্রস্থল। ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিমি নীচে আঘাত হানে এই কম্পন।

আরও পড়ুন:গুগল নিয়ে এল ‘কর্ম জবস’ অ্যাপ… মিলবে পছন্দমতো চাকরির সন্ধান

করোনা আবহে প্রাকৃতিক বিপর্যয়ের কোনও বিরাম নেই। বন্যা, ভূমিধস থেকে শুরু করে ভূমিকম্প সবই চলেছে পুরোদমে।
সম্প্রতি ভূমিকম্পে কেঁপে ওঠে রাজস্থান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫ ম্যাগনিটিউড। পাশাপাশি ভূমিকম্প হয়েছিল পাহাড় লাগোয়া মিজোরামেও। তার আগে অসম সহ মিজোরাম কেঁপেছে একাধিকবার। অন্যদিকে একাধিকবার কেঁপে ওঠে দিল্লি। দিল্লিতে দু’মাসে অন্তত ১২ বার ভূমিকম্প হয়। উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ভূমিকম্পের ফলে জানা গিয়েছে, একের পর এক বাড়িতে বড় ফাটলের পাশাপাশি রাস্তাতেও বড়বড় ফাটল হয়েছে।
ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Related Articles

Back to top button
Close