যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভূমিকম্পে ফের কেপে উঠল উপত্যকা। মঙ্গলবার সকাল ৭ টা নাগাদ হওয়া এই কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ভূমিকম্পের উৎসস্থল ছিল তাজিকিস্তান। গত তিন দিনে এটি এলাকায় তৃতীয় ভূমিকম্প। এখনও পর্যন্ত এই ঘটনায় মৃত্যু কিংবা ক্ষতক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
১৪ জুন এবং ১৫ জুন রাতে জম্মু ও কাশ্মীরে ভূমিকল্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ১৫ জুনের ভূমিকম্পের পরিমাপ ঠিল ৩.৬। ১৪ জুন জম্মু ও কাশ্মীরের কাটরায় ২.৯ মাত্রার ভূমিকম্প হয়।
আরও পড়ুন: দেওরের অকাল প্রয়াণ সহ্য করতে পারলেন না, মারা গেলেন সুশান্তের বৌদিও
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, তাজিকিস্তানে ভূমি থেকে প্রায় ১০০ কিমি গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল। কাশ্মীর উপত্যকার বেশিরভাগ অংশ, শ্রীনগর, কিস্তওয়ার এবং ডোডা জেলাতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। হাল্কা ভূমিকম্প অনুভূত হয়েছে জম্মুতেও।
১৪ জুনের পর ১৫ জুন ভূমিকম্প অনুভূত হয়েছে গুজরাতে। ১৪ জুন ভূজ থেকে ৮৫ কিমি দূরে এই ভূমিকম্প হয়েছিল। ১৫ জুন সোমবার ৪.৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল গুজরাতের রাজকোটে। কচ্ছের ভাচুতে এই ভূমিকম্প অনুভূত হয়েছিল।