fbpx
আন্তর্জাতিক

চিনে ও আফগানিস্তানে ভূমিকম্প, দুই দেশে মোট প্রাণহানি কমপক্ষে ১৫

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ভূকম্পনে কেঁপে উঠল চিন ও আফগানিস্তান। চিনের সিচুয়ান প্রদেশে সোমবার ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। ২০১৭ সালের পর অঞ্চলটিতে সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পে প্রাদেশিক রাজধানী চেংডুসহ দূরবর্তী প্রদেশগুলোও কেঁপে উঠেছে। অন্যদিকে আফগানিস্তানে আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে সোমবার ভোররাতে ভূমিকম্পে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। জালালাবাদ শহরের কাছে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়।

চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সিচুয়ান প্রদেশের বেশ কিছু রাস্তা এবং বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রের ২০ কিলোমিটারের মধ্যে প্রায় ৩৯ হাজার মানুষ বাস করে। চিনের আর্থকোয়াক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, চেংডু থেকে ২২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে  লুডিং শহরে ভূমিকম্পের কেন্দ্র ছিল।

সোমবারের ভূমিকম্পটি কয়েকশো কিলোমিটার দূরে ইউনান, শানসি এবং গুইঝো প্রদেশেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

সিচুয়ানের ইতিহাসে ২০০৮ সালের মে মাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। আট মাত্রার ভূমিকম্পটিতে প্রায় ৭০ হাজার লোক মারা গিয়েছিল এবং ব্যাপক ক্ষতি হয়েছিল।

এদিকে আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্পে নিহতের সংখ্যা আরো  বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

 

 

Related Articles

Back to top button
Close