fbpx
অসমহেডলাইন

করোনা আবহের মধ্যে বার বার কম্পনে কেঁপে উঠছে ভারতের বিভিন্ন প্রান্ত, ফের ভূমিকম্প মণিপুরে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা আবহের মধ্যেই প্রায় কেঁপে উঠছে ভারতের বিভিন্ন প্রান্ত। যা ঘুম ছুটিয়েছে কেন্দ্রের সরকার। শনিবার রাতে ফের কাঁপল মণিপুর। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রেকর্ড সূত্রে জানা গেছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৩। রাত ১১ টা ৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। উৎসস্থল বিষ্ণুপুর থেকে ৩০ কিলোমিটার উত্তর পশ্চিমে। গভীরতা ছিল ৫ কিলোমিটার। কোনও ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন:উত্তর কোরিয়ায় কেউ করোনায় আক্রান্ত হয়নি, দাবি কিম জং উনের

করোনার কারণে মানুষের জীবন বিপর্যস্থ। তারপর প্রায়ই প্রায়ই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে প্রাণহানির ঘটনা লেগেই আছে। তার ওপর এই ভূমিকম্প সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে তুলছে। তবে বার বার ভূমিকম্প কি আগাম কোনও বিপদের ইঙ্গিত তাই নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা।

Related Articles

Back to top button
Close