ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্প্রসারণ, অক্টোবরের শুরুতে তিন দিন বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুল
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ বিগ বাজারের পাশে স্টেশন সংলগ্ন এলাকায় মেট্রো প্রকল্প দীর্ঘদিন ধরেই চলছে। এবার করোনার সময়ে ট্রেন চলাচল বন্ধ থাকার সুযোগে মানুষের যাতায়াত কম থাকার কারণে
ইস্ট ওয়েস্ট মেট্রো সম্প্রসারণ সংক্রান্ত কাজ সেরে নিতে চায় মেট্রো কর্তৃপক্ষ। সেই কারণে অক্টোবরের শুরুতেই শিয়ালদহ উড়ালপুলে তিন দিন সম্পূর্ণ যান চলাচল বন্ধ থাকবে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, আগামী ২, ৩ ও ৪ অক্টোবর বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুল।
তবে ট্রেন চলুক অথবা না চলুক, এতে সাধারণ মানুষের অসুবিধা হবে না। কারণ ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর ছুটি। ৩ অক্টোবর শনিবার এবং চার অক্টোবর রবিবার। এই সময়ে শিয়ালদহ উড়ালপুল বন্ধ থাকলে বিকল্প কোন রাস্তা দিয়ে মৌলালির দিক থেকে শ্যামবাজারমুখী এবং শ্যামবাজার থেকে মৌলালি মুখী গাড়ি চলাচল করবে তাও জানিয়ে দেওয়া হবে। তবে এর আগেও শিয়ালদা উড়ালপুল ওয়েট টেস্ট করার জন্য করা হয়েছে। তখন যে পথ পরিবর্তন করা হয়েছিল সেই পথ পরিবর্তনই বজায় রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।