
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনার জেরে রেলের সাধারণ যাত্রী পরিষেবা বন্ধ। এই পরিস্থিতিতে বাণিজ্যিক স্বার্থে তৈরি করা হয় বিজনেস ডেভেলপমেন্ট ইউনিট ( বিডিইউ)। পূর্ব রেলের বিডিইউ ইউনিট পণ্য পরিবহণে নতুন গ্রাহক টেনে আনার লক্ষ্যে চেষ্টা করে।
এই প্রয়াসের ফলে প্রথমবার পূর্ব রেলের বিডিইউ ইউনিট আসানসোল প্রথমবার সেইল( ইসকো)এর ২৫ হাজার মেট্রিক টন ইস্পাতের ছাঁট বোকারোতে পাঠাতে রাজি হয়েছে। ১ অক্টোবর ৪৩ টি ওয়াগন ইস্কো স্টিল প্ল্যান্টে লোড করা হয়েছে।