
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা আবহে লকডাউনের সময় থেকেই দেশের নানা প্রান্তে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিচ্ছে পূর্ব রেলের পার্সেল এক্সপ্রেস। নভেম্বরে পূর্বরেল ৭৮৬০ টন পণ্য পরিবহণ করে ২,৫৯ কোটি টাকা আয় করেছে। পূর্ব রেলের তরফে বিঞ্জপ্তি প্রকাশ করে এ খবর জানানো হয়েছে। পূর্ব রেল গুয়াহাটি, আগরতলা, অমৃতসর, নয়াদিল্লি ও গোরখপুর এই ৫ টি গন্তব্যে হাওড়া, কলকাতা ও শিয়ালদা স্টেশন থেকে পার্সেল এক্সপ্রেস পাঠায়।