৬৫ বছরের উর্ধ্বে নাগরিকদের পোস্টাল ব্যালটে ভোট নয়, স্পষ্ট করল নির্বাচন কমিশন

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ৬৫ বছরের উর্ধ্বে কোনও নাগরিক পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন না। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে, করোনা আবহে নির্বাচনে বেশকিছু সমস্যা ও বাধা রয়েছে। সেইসব সমস্যা ও বাধার কথা মাথায় রেখেই ৬৫ বছরের উর্দ্ধে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ নয় বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কারণ বয়স্কদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। নির্বাচন কমিশন এরআগে ৬৫ বছরের উর্দ্ধে নাগরিকদের জন্য পোস্টাল ব্যালটে ভোটগ্রহনের কথা চিন্তা করেছিল। কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না বলে জানিয়ে দেওয়া হয়।
[আরও পড়ুন- বিশ্বরেকর্ড গড়ল মোদি সরকারের ‘আরোগ্য সেতু’]
৬৫ বছরের উর্দ্ধে নাগরিকদের পোস্টাল ব্যালটে ভোট দিলে হলে তাঁদের উপর ক্ষমতাসীন দলের চাপ থাকতে পারে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছিল সিপিআই, সিপিআই(এম), টিএমসি, আরজেডি ও কংগ্রেস। যদিও নির্বাচন কমিশন তাঁদের বিবৃতিতে বিরোধীদের কোনও উল্লেখ করেনি।