খনি গর্ভে ড্রিল করার সময়, অন্ডালে কয়লার চাঙড় খসে মৃত ইসিএল কর্মী, আহত ২
জয়দেব লাহা, দুর্গাপুর, ২৬ মে: খনি গর্ভে ড্রিল করার সময় আচমকা চাঙড় খসে চাপে পড়ে মৃত্য হল খনি শ্রমিকের। আহত হয়েছে আরও ২ জন। সোমবার রাত্রে ঘটনাটি ঘটেছে ইসিএলের অন্ডালের কাজোড়া এরিয়ার পড়াশকোল কোলিয়ারিতে। ইসিএলের গাফিলাতি ও মৃতের পরিবারকে ক্ষতিপুরনের দাবীতে সরব হয় খনি শ্রমিকরা।
পুলিশ সুত্রে জানা গেছে, মৃত খনিকর্মীর নাম ঋতুরাজ পাণ্ডে(৪৯)। ঘটনায় জানা গেছে, পরাশকোল ওয়েস্ট কোলিয়ারীর ৬ পিটে এদিন দ্বীতিয় শিপটে ওই তিনখনি শ্রমিক ড্রিলিং কাজ করছিল। ওই সময় আচমকায় কয়লার চাঙড় খসে পড়ে তাদের ওপর। আশঙ্কাজনক অবস্থায় কোলিয়ারী হাসপাতালে নিয়ে গেলে ঋতুরাজকে মৃত বলে ঘোষনা করে। বাকি দুজন আহতদের দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে খবর চাউর হতে খনি শ্রমিকরা মৃতদেহ আটকে বিক্ষোভ শুরু করে। ফলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকদের অভিযোগ,” খনিতে শ্রমিকদের সুরক্ষায় ইসিএলের গাফিলাতি রয়েছে। প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাই খনিগর্ভে শ্রমিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি মৃতের পরিবারকে ক্ষতিপুরন দিতে হবে।” এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারী।
আরও পড়ুন: জীবন যন্ত্রণায় জেরবার রাজধানীর নাগরিক সমাজ
তিনি বলেন,” ইসিএলের নিয়ম মাফিক ক্ষতিপুরনের পাশাপাশি এককালীন কিছু টাকা মৃতের পরিবারকে দেওয়ার দাবী করেছি। ইসিএল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে।” ইসিএলের কাজোড়া এরিয়ার জিএম নরেশ কুমার সাহা জানান,” ইসিএলের নিয়ম অনুযায়ী ক্ষতিপুরন পাবে।” এদিকে কর্তৃপক্ষের আশ্বাসের বিক্ষোভ তুলে নেয় শ্রমিকরা। এবং খনির কাজ স্বাভাবিক হয়।