কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন
শুভেন্দু সহ ৪ তৃণমূল নেতাকে সম্পত্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পেশের নির্দেশ ইডির

অভীক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: বিধানসভা ভোটের আগে রাজ্যের শাসকদল তৃণমূলকে অস্বস্তিতে ফেলতে ফের তৎপরতা
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। কিছুদিন আগে বিশ্বভারতী কাণ্ডেও বাইরে থেকে ফান্ডিং হয়েছে কি না, তা জানতে স্বতঃপ্রণোদিত মামলা করেছিলেন ইডি আধিকারিকরা। আর এবার সোমবার কড়া চিঠি পাঠিয়ে আজ, মঙ্গলবারের মধ্যে সমস্ত সম্পত্তির নথি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা দেওয়ার নির্দেশ দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই ৪ জন হলেন, পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী, তৃণমূল বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, দমদমের সৌগত রায় এবং আরামবাগের অপরূপা পোদ্দার।
মাসখানেক আগেই শোভন চট্টোপাধ্যায় ছাড়া তৃণমূলের ৭ নেতা-মন্ত্রী এবং বিজেপি নেতা মুকুল রায় ও আইপিএস এসএমএইচ মির্জাকে নোটিশ পাঠিয়েছিল ইডি। গত জুন মাসেই করোনা আবহের মধ্যে নারদ কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা-মন্ত্রীকে চিঠি পাঠিয়ে সম্পত্তির নথি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। শোভন চট্টোপাধ্যায়কে না ডাকার পেছনে কারণ ছিল, তিনি ইতিমধ্যেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সম্পত্তি তথ্য জমা দিয়েছেন। গত ৩১ জুলাইয়ের মধ্যে যাবতীয় নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে কেউ তার তথ্য জমা করেননি।
তাই এবার তৃণমূলের ৪ নেতা মন্ত্রীকে সোমবার দুপুরে ফের নোটিশ পাঠিয়ে মঙ্গলবারের মধ্যে সম্পত্তি সংক্রান্ত যাবতীয় নথি জমা দিতে নির্দেশ দিয়ে কড়া চিঠি পাঠাল ইডি। সূত্রের খবর, অভিযুক্তরা যাবতীয় নথি জমা দেওয়ার পরেই তা পর্যালোচনা করে ফের জিজ্ঞাসাবাদের জন্য সিদ্ধান্ত নেওয়া হবে। আর যদি তারা তা না জমা করেন, তাহলে পরবর্তী কি আইনি ব্যবস্থা নেয়া যায় তা আলোচনা করে সিদ্ধান্ত হবে।