fbpx
কলকাতাহেডলাইন

রাতভর পার্থর চট্টোপাধ্যায়ের জামাইকে জেরা করল ইডি

 যুগশঙ্খ, ওয়েবডেস্ক: এবার ইডির নজরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই। এসএসসি দুর্নীতি কাণ্ডে আপাতল জেলবন্দী পার্থ। বার বার জামিনের আবেদন করেও তা নাকচ হয়ে গেছে। ফলে পুজোয় এবার জেলেই কাটাবেন পার্থ। আর পার্থ জামাইকে সোমবার ইডি তলব করে পাঠাল। ইডির দফতরে গভীর রাত পর্যন্ত চলল সেই জেরা পর্ব।

সোমবার দুপুর ২টোর পর পরই সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। এর আগেও দু’বার নোটিস পাঠানো হয় কল্যাণময়কে। তবে সেই দু’বারই হাজিরা এড়িয়ে যান তিনি। ইডিকে জানিয়েছিলেন, বিদেশে রয়েছেন তিনি। তবে সোমবার কল্যাণময়ের সিজিও কমপ্লেক্সে হাজিরার আগাম খবর ছিল ইডির কাছে। রবিবার রাতেই কল্যাণময় দেশে ফেরেন। কল্যাণময়কে গভীর রাতে ছেড়ে দেওয়া হয়েছে। তবে দীর্ঘ সময় ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় তাঁকে।

সূত্রের খবর, কল্যাণময়ের কাছে ইডি মূলত জানতে চায় সম্পত্তি সংক্রান্ত বেশ কিছু তথ্য।

 

Related Articles

Back to top button
Close