হাইকোর্টের নির্দেশে সাত সকালেই পার্থকে নিয়ে ভুবনেশ্বরে রওনা দিল ইডি

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: যেতেই হল ভুবনেশ্বরে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে ভুবনেশ্বরে রওনা দিল ইডি। এসএসকেএম হাসপাতাল থেকে সকাল সাড়ে সাতটা নাগাদ এদিন পার্থ চট্টোপাধ্যায়কে বের করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। সঙ্গে রয়েছেন ইডির আধিকারিক মিথিলেশ কুমার মিশ্র এবং পার্থ বাবুর আইনজীবী অনিন্দ্য কিশোর রাউত।
এসএসকেএম-এ রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল ইডির। ব্যাঙ্কশাল আদালতেই তারা আবেদন রেখেছিলেন মন্ত্রীকে কমান্ড হাসপাতালে ভর্তির জন্য। এর আদালত এসএসকেএম-কেই শিলমোহর দেয়। ফলে সেখানে ভর্তি করা হয় পার্থকে। এদিকে ইডির অভিযোগ, এসএসকেএম-এ প্রভাবশালী তত্ত্ব খাটাতে পারেন রাজ্যের মন্ত্রী। আবার কল্যাণীতে এইমস-এ কর্মী নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস৷ তাই শেষ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুবনেশ্বর এইমস-কেই বেছে নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী৷ বিকল্প হিসেবে পড়েছিল দিল্লি এবং ভুবনেশ্বর এইমস-এর নাম৷ যেহেতু কলকাতা থেকে ভুবনেশ্বর সব থেকে কাছে। আবার বিকেল চারটের মধ্যে পার্থকে নিম্ন আদালতে পেশ করার আগে সেখানেই তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো সম্ভব, তাই ভুবনেশ্বর এইমস-এই পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেন বিচারপতি বিবেক চৌধুরী৷
কলকাতা বিমানবন্দরে গুয়াহাটি থেকে আনা হয়েছে একটি এয়ার অ্যাম্বুলেন্স। গত দুই দিনে মন্ত্রীর কি চিকিৎসা হয়েছে, সেই সংক্রান্ত রিপোর্ট এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ ইডি আধিকারিকদের হাতে তুলে দিয়েছেন।
রবিবার রাতে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী নির্দেশ দেন, সোমবার ভোরেই পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতা বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বর নিয়ে যেতে হবে। তাঁর সঙ্গে থাকবেন এসএসকেএম-এর একজন চিকিৎসক ও তাঁর আইনজীবী।