২৪ ঘণ্টার নোটিশে ইডির পূর্বাঞ্চলীয় অধিকর্তা যোগেশ গুপ্তাকে বদলি করা হল অন্যত্র

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: ২৪ ঘণ্টার নোটিশে ইডির পূর্বাঞ্চলীয় অধিকর্তা যোগেশ গুপ্তাকে বদলি করা হল অন্যত্র। সূত্র মারফত জানা গিয়েছে যে, তার জায়গায় নতুন করে স্থলাভিসিক্ত হলেন ভি ওয়াদেকার। কি কারনে যোগেশ গুপ্তাকে বদলি করা হল তা এখনও পরিষ্কার নয় বিভাগীয় অন্য আধিকারিকদের কাছে।
সম্প্রতি যোগেশ গুপ্তার নির্দেশেই ইডির আধিকারিকরা একযোগে কলকাতা, গৌহাটি, পাটনা ও ভুবনেশ্বরে অভিযান চালিয়েছিল, তাতে বেশ কয়েকজন ব্যবসায়ী বিপাকে পড়েন। ব্যবসায়ীদের থেকে প্রচুর বেআইনি কালো টাকা ও সম্পত্তি উদ্ধার করে ইডি। অভিযুক্ত ব্যবসায়ীদের দিল্লি, মুম্বাই ও আমেদাবাদে বৃহৎ রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ ছিল বলে জানা গেছে। সেই রাজনৈতিক রোষানলে পড়েন যোগেশ গুপ্তা। তার সাজা বা খেসারত হিসেবেই রাতারাতি ইডির পূর্বাঞ্চলীয় অধিকর্তা যোগেশ গুপ্তা অন্যত্র বদলি হয়েছেন বলে বিভিন্ন মহলে গুঞ্জন শোনা যাচ্ছে।