fbpx
কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

ফের নারদ জটে ফিরহাদ, প্রসূন, মদন, সম্পত্তির হিসেব জানতে নোটিশ ইডি’র

অভীক বন্দ্যোপাধ্যায়,কলকাতা: নারদ কান্ডে ফের তৃণমূল নেতাদের কাছে সম্পত্তির হিসাব সংক্রান্ত তথ্য চেয়ে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ‌সূত্রের খবর, ফিরহাদ হাকিম, প্রসূন বন্দ্যোপাধ্যায় ও মদন মিত্রকে তাঁদের সম্পত্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দেওয়ার নোটিশ পাঠানো হয়েছে৷ আগামী ১ সপ্তাহের মধ্যেই এই সব তথ্য নিয়ে হাজির হতে হবে ইডির কাছে, নোটিশে এমনই জানানো হয়েছে৷ সকলের সম্পত্তি, সব আয় ব্যয়ের সম্পূর্ণ তথ্য এবং এঁদের নামে থাকা সব অ্যাকাউন্টের হিসেব নিকেশ পুঙ্খানুপুঙ্খ জমা দিতে হবে ইডির কাছে৷
উল্লেখ্য, কিছুদিন আগেই গরু পাচারের তদন্তে এক বিএসএফ কমান্ডারকে গ্রেফতার করে সিবিআই৷ তাঁকে জেরা করে জানা গিয়েছে যে, গরু পাচার থেকে যে টাকা আসে তার ভাগ যায় রাজনৈতিক নেতাদের কাছে৷ অর্থাৎ গরু পাচার কাণ্ডে কোন কোন হেভিওয়েট নেতারা যুক্ত এখন সেই নাম জানতে মরিয়া সিবিআই সেই কর্তারা৷ এর মধ্যে নারদ কান্ডে ফের তৃণমূল নেতাদের সম্পত্তি তথ্য চেয়ে পাঠানোয় দুটি ঘটনায় যোগসূত্র রয়েছে কি না, সেটাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
কিছুদিন আগে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের কাছেও ইডির নোটিস পৌঁছেছে বলে জানা গিয়েছিল৷ তাঁকেও সম্পত্তির হিসেব দেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে খবর৷ যদিও তেমন কোনও চিঠি পাননি বলে জানান মুকুল রায়৷ তবে আপাতত তি

Related Articles

Back to top button
Close