fbpx
কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন

ফের মলয় ঘটককে তলব ইডির, মন্ত্রীর দাবি নোটিশ পাননি তিনি

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: কয়লা কেলেঙ্কারিতে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব ইডির। বুধবার তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে মন্ত্রীর দাবি তিনি কোনো নোটিশ পাননি। এর আগেও কয়লা পাচার কাণ্ডে রাজ্যের আইন মন্ত্রীকে তলব করা হয়েছিল। তবে ইডির মুখোমুখি হননি তিনি। চলতি বছরের ২ ফেব্রুয়ারি, ৭ ফেব্রুয়ারি মলয় ঘটককে ডাকা হয়েছিল। দুবারই করোনার কথা বলে হাজিরা এড়িয়ে যান তিনি।

গত ৭ সেপ্টেম্বর কলকাতা থেকে আসানসোল মলয় ঘটকের ছয় ঠিকানায় হানা দেয় আর এক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আলিপুরেও তাঁর এক ঘনিষ্ঠ বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। এরপর ডালহৌসির সরকারি আবাসনে প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে মলয়ের। সূত্রের খবর প্রাক্তন-বর্তমান মিলিয়ে সাত ইসিএল  আধিকারিকের গ্রেফতারির পরেই মলয়ে ঘটকের বিরুদ্ধে কয়লা পাচার তদন্তের বেশ কিছু তথ্য প্রমাণ হাতে এসেছে তার ভিত্তিতে এই তলব।

 

Related Articles

Back to top button
Close