কয়লা পাচার কাণ্ডে অভিষেক ও তার শ্যালিকাকে সমন ইডির

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবসের দিনই মেয়ো রোড থেকে তৃণমূল সুপ্রিমোকে অভিষেকের তলব নিয়ে আশঙ্কা প্রকাশ করতে দেখা যায়। আর তার ২৪ ঘণ্টা পার হতে না হতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। আগামী ২ সেপ্টেম্বর তাকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়েছে।
অভিষেকের পাশাপাশি তার শ্যালিকা মেনকা গম্ভীরকেও সমন পাঠায় ইডি। তাকে ৫ সেপ্টেম্বর দিল্লির ইডির হেড অফিসে ডেকে পাঠানো হয়। এর পরে মেনকা কলকাতায় জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। তার আবেদনে সাড়া দিয়ে আদালত নির্দেশ দেয়, দিল্লি নয় কলকাতাতেই জেরা করা হবে মেনকাকে। আদালত জানিয়ে দিয়েছে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না ইডি। যখন জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে, তাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে। আগামী ৫ সেপ্টেম্বর কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হবে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে।