
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে ফের নতুন করে ডেকে পাঠাল ইডি। আগামী ২১ জুলাই তাকে এই তলব করা হয়েছে। এর আগেও তাকে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে সময় চেয়ে নেন সোনিয়া। তবে এবারেও ইডির সামনে সোনিয়া গান্ধী বসবেন কিনা তা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে ইতিমধ্যেই ইডির সামনে দীর্ঘ জেরার সামনে বসতে হয়েছে সোনিয়া পুত্র, কংগ্রেস নেতা রাহুলকে।
৯ জুন ন্যাশনাল হেরাল্ড মামলায় তাকে প্রথমবার তলব করে ইডি। কিন্তু তার আগেই করোনার আক্রান্ত হন সোনিয়া। ফলে সেদিন হাজিরা দিতে পারেননি তিনি।
এরপর জিজ্ঞাসাবাদ পিছিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি দেন তিনি। ২৩ জুন ইডি নতুন করে সোনিয়াকে জিজ্ঞাসাবাদের দিন ধার্য করে। কিন্তু এর মধ্যে আবার কংগ্রেস সভানেত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। সেই সময়ই ইডির কাছ থেকে চার সপ্তাহ মতো সময় চেয়ে নিয়েছিলেন সোনিয়া গান্ধী। কিন্তু সেই সময় তাকে দেওয়া হল না। এবার ২১ জুলাই হাজিরা দিতে বলা হয়েছে।