২৪ ঘন্টা পার! ইডির ম্যারাথন জেরায় পার্থ, মন্ত্রী ঘনিষ্ঠদের বাড়ি থেকেও উদ্ধার টাকা-নথি

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: শুরু হয়েছে শুক্রবার সকালে। আর শনিবার সকালেও চলছে ইডির জেরা। ২৪ ঘন্টা সময় পার। সম্প্রতি এসএসসি দুর্নীতি নিয়োগ মামলায় নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী, তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এর আগেও পার্থকে একাধিক বার নিজাম প্যালেসে ডেকে জেরা করা হয়। তখন বেশিরভাগ সময় কেন্দ্রীয় আধিকারিকদের প্রশের উত্তরে ‘জানি না’, ‘মনে নেই’ বলে তদন্তে অসহযোগিতার অভিযোগ ওঠে। শুক্রবার সকালে হঠাৎ করে এসে হাজির হন ইডির আধিকারিকেরা। তার পর থেকেই চলছে জেরা। মাঝখানে শরীর অসুস্থ অনুভব করেন। এসএসকেএম থেকে আসেন তিন জন চিকিৎসক।
রাতেই পার্থ চট্টোপাধ্যায় এর বাডড়িতে পৌঁছে যায় আরো অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী ও ইডি এর আধিকারিকরা। মন্ত্রীর ব্যক্তিগত আইনজীবীকে রাতেই বাড়িতে ডেকে পার্থ বাবুর সামনে বসিয়ে ১৮ টি গুরুত্বপূর্ণ নথির সিজার লিস্টে স্বাক্ষর করান ইডির তদন্তকারী আধিকারিকরা। নামে বেনামে কয়েকশো কোটি টাকার সম্পত্তির হদিশ। উদ্ধারকৃত মোবাইলের কল রেকর্ডে পাওয়া টাকা বিনিয়োগের নথিতে উঠে এসেছে বেশ কয়েকজন ব্যবসায়ীর নাম।
পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনায় মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বেলঘরিয়া রথতলায় অভিজাত আবাসন ক্লাব টাউন হাউসে ২ দামী ফ্ল্যাট ও দেওয়ান পাড়ায় একটি বাংলো বাড়ির হদিশ পেল ইডি। অর্পিতার বাড়ি থেকে এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ১০ টি সম্পত্তির নথি, ৫০ লক্ষ টাকার সোনা ও হীরের গহনা এবং প্রায় ২১ কোটি টাকা নগদ। অর্পিতার পাশাপাশি আরও এক ঘনিষ্ট মহিলার নাম উঠে এল পার্থ চট্টোপাধ্যায় এর কাছ থেকে পাওয়া নথি অনুযায়ী। তার নাম মোনালিসা দাস। মোনালিসার গতিবিধির ওপর নজরদারি ইডির আধিকারিকদের।
এদিকে শনিবার জেরা চলাকালীন ফের নতুন করে অসুস্থ বোধ করেন পার্থ চট্টোপাধ্যায়। সেই কারণে হাজির হন দুই চিকিৎসক। তাঁরা সকাল আটটা নাগাদ আসেন মন্ত্রীর বাড়িতে।
সূত্রের খবর, রাজ্যের মোট ১৩ টি জায়গায় তল্লাশি চালায় ইডি। ইতিমধ্যে মামলাকারীদের জিজ্ঞাসাবাদ করে ইডি যে সকল তথ্য পেয়েছে, তাতে টাকার বিনিময়ে কম নম্বর প্রাপ্ত ও অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের চাকরি দেওয়া হয়েছে। দফতরের তৎকালীন মন্ত্রী হিসেবে এই আর্থিক লেনদেনের বিষয়টি নিয়ে তিনি অবগত ছিলেন কিনা এবং তার ঘনিষ্ঠ কোন পদাধিকারী এই আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন কি না সেই বিষয়গুলি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর।