আদিবাসী দিবসে ঝাড়গ্রামে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
নিজস্ব প্রতিনিধি (ঝাড়গ্রাম): সাঁত্ততালি ছেলে-মেয়েরা অলচিকি ভাষায় ডিএলএড করার সুযোগ পাবে। তার জন্য ডিএলএডের ব্যবস্থা করেছি। অলচিকি হরফে যাতে পাঠ্যপুস্তক ছাপা হয় তার জন্যও চিন্তাভাবনা করা হচ্ছে। রবিবার বিশ্ব আদিবাসী দিবসে যোগ দিয়ে একথা বলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমুল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি এদিন আদিবাসী কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। তিনি বলেন, এবছর ১২৪ জন ছাত্রছাত্রী অলচিকি বা সাঁত্ততালি ভাষার মাধ্যমে উচ্চমাধ্যমিক পাশ করেছে।
[আরও পড়ুন- আসানসোলে তৃণমুল কংগ্রেসের পথসভা, বক্তব্য রাখলেন মলয় ঘটক]
এদিন পার্থ চট্টোপাধ্যায় ঝাড়গ্রাম শহরের সেটেলমেন্ট মোড়ে বিদ্যাসাগরের একটি মূর্তি উন্মোচন করেন। এদিন শিক্ষামন্ত্রী বিদ্যাসাগরের মূর্তিটি উন্মোচন করে জেলা শাসককে অফিসের সভাঘরে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস। গোপীবল্লভপুরের বিধায়ক চূড়ামণি মাহাত, নয়াগ্রামের বিধায়ক তথা ঝাড়গ্রাম জেলা তৃণমুলের সভাপতি দুলাল মুর্মু, বিনপুরের বিধায়ক খগেন্দ্র নাথ হেম্ব্রম সহ একাধিক আদিবাসী সমাজের বিশিষ্ট সমাজসেবী মানুষজনেরা। এদিন শিক্ষামন্ত্রী পার্থ বাবু আদিবাসী সমাজের মানুষজনদের ঐক্যবদ্ধ ভাবে থাকার বার্তা দেন।