এগরার তৃণমূলের বিধায়ক সমরেশ দাস করোনা আক্রান্ত

মিলন পণ্ডা, (পূর্ব মেদিনীপুর): পূর্ব মেদিনীপুর জেলার এগরার তৃণমূলের বিধায়ক সমরেশ দাস করোনা আক্রান্ত হলেন। সমরেশ বাবুকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঁশকুড়া করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিন আগে বিধায়ক সমরেশ দাস-এর করোনা উপসর্গ দেখা দেয়। লালারস সংরক্ষণে পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয়। শনিবার রাতে স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয় বিধায়ক করোনা আক্রান্ত। এই ঘটনা জানাজানি হওয়ার পর গোটা শহরে আতঙ্ক ছড়িয়েছে। পরিবারের সদস্যদের লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা করোনা ভাইরাস নেগেটিভ রয়েছে।
জানা গেছে বিধায়ক কিভাবে করোনা আক্রান্ত হলেন এখনো অবধি ধোঁয়াশা রয়েছে। করোনা আবহের মধ্যে কোথাও বাইরে যায়নি বলে পরিবারের দাবি। দলীয় কর্মসূচি ছাড়া কোথাও যায়নি। এমনি জানিয়েছে বিধায়ক-এর ছেলে পার্থ দাস। দিনের পর দিন এগরা মহাকুমা করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছিল। এ নিয়ে আতঙ্কে দিন গুনছে।