মাস্ক পরে মসজিদে নমাজ পুরুলিয়ার রঘুনাথপুরে
গৌতম প্রামানিক, পুরুলিয়া: প্রথা ভেঙে জেলায় ঈদ উৎসব বাড়িতেই হল। সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে ঈদের নামাজ পড়লেন মুসলিম ধর্মালম্বিরা রঘুনাথপুরের মসজিদ কর্তৃপক্ষ সামাজিক দূরত্ব মেনে ৭ জনকে এদিন নামাজ পড়ার অনুমতি দেন। নামাজ পড়ার সময় প্রত্যেকে মুখে মাস্ক পরে ছিলেন।
পাশাপাশি ঈদ উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বাড়িতে বসেই ঈদের নামাজ পড়ে সকলের মঙ্গল কামনা করেন । সরকারি নিয়ম নীতি পালন করার পাশাপাশি নিজেদের সুরক্ষিত রাখতে বাড়িতে বসে নামাজ পাঠ করলেন তাঁরা । সারা জেলায় একই চিত্র দেখা গিয়েছে এদিন।
পরিস্থিতিই মানুষের অভ্যাস ধারণা এবং রীতির বদল ঘটায়। গত পাঁচ মাস ধরে সারা বিশ্বের নানা অনুষ্ঠান উৎসবের চালচিত্রের পরিবর্তন তেমন ভাবেই ঘটে চলেছে সৌজন্যে অবশ্যই করোনা।
ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ অক্ষয় তৃতীয়া ছাড়াও বিয়ে বাড়ি ও নানা সামাজিক অনুষ্ঠানের দ্বিতীয় পরম্পরার বদল ঘটেছে গত কয়েক মাসে। বাদ গেল না খুশির ঈদও। নৃতত্ত্ববিদদের একাংশের অন্তত তেমনটাই অভিমত। থমথমে আতঙ্কের পরিবেশ বাইরে। তাই ঈদ উপলক্ষ্যে খুশির পরিমণ্ডল আবদ্ধ থাকল বাড়ির চার দেয়ালের মধ্যে। সারা বিশ্বের সঙ্গে একই ভাবে পুরুলিয়াতেও পালিত হল ঈদ উৎসব।