ভগ্নপ্রায় ঘরেই পরিবার নিয়ে জীবনযাপন খড়িয়া বস্তির আটটি আদিবাসী পরিবারের
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের ছোট চৌকিরবস গ্রামে নদী ও জঙ্গল ঘেরা ছোট একটি বস্তিতে বসবাস করে আদিবাসী খড়িয়া সম্প্রদায়ের আঠাশটি পরিবার। এদের মধ্যে আটটি পরিবারের একটি করে ঘর আছে। ঘরগুলির ভগ্নপ্রায় অবস্থা। এই ঘরেই রোদে পুড়ে জলে ভিজে পরিবার নিয়ে যাপন করতে হয় তাদের।
ঘরের মালিক বুধনি খড়িয়া, সোমা খড়িয়া, বন্ধন খড়িয়া সহ সকলেই জানান তারা সরকারি প্রকল্পের ঘর পাননি। বিষয়টি নিয়ে আলিপুরদুয়ার দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন এই বস্তির উন্নয়নে ব্লক প্রশাসন বিশেষভাবে নজর দিয়েছে। নদীর মাছ ধরে বিক্রি করাই বস্তিবাসীদের প্রধান জীবিকা। লক ডাউনে এদের প্রচুর সহায়তা প্রদান করা হয়েছে। তবে সরকারি প্রকল্পের ঘর পাবার জন্য তারা আবেদন জানায়নি। তিনি নিজে উদ্যোগী হয়ে এই বস্তিবাসীরা যাতে সরকারি প্রকল্পের ঘর পায় গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কথা বলে তার ব্যবস্থা করবেন।