৮ বছরের শিশুকন্যাকে গলা টিপে খুন, আটক মা
মিলন পণ্ডা, ভগবানপুর (পূর্ব মেদিনীপুর): ফুটফুটে আট বছরের শিশুকন্যাকে গলাটিপে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে।পুলিশ খুনি মাকে আটক করে থানার নিয়ে আসে। এই ঘটনা জানাজানি হওয়ার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার যদুপুর এলাকায়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর মৃত শিশুকন্যার বাড়িতে ভিড় জমায় প্রতিবেশী থেকে গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে ভগবানপুর থানার পুলিশ। বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ নিয়ে আসেন। পুলিশ জানিয়েছে মৃত শিশুকন্যা দুর্বি মিদ্দ্যা বয়়স ৮।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগিয়েছে গত কয়েক বছর আগে ভগবানপুরে যদুপুরে বাসিন্দা মিতালি মিদ্দ্যা সঙ্গে পশ্চিম মেদিনীপুরের এক যুবকের বিয়ে হয়।বিয়ের পর তাদের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে।স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে বাপের বাড়িতে এসে কন্যা সন্তানকে নিয়ে থাকতে শুরু করে মিতালীদেবী।ওই বধু মানসিক ভারসাম্যহীন ছিলেন ও চিকিৎসা করাছিলেন বলে প্রতিবেশীদের দাবি।বুধবার সকালে মিতালিদেবী কিছু অসংগতি লক্ষ করেন প্রতিবেশীরা। প্রতিবেশীদের সন্দেহ হলে বাড়িতে গিয়ে দেখে বাড়িতে শুয়ে রয়েছে আট বছরের শিশুকন্যাটি। আমি নিজের হাতে শিশুকন্যা খুন করেছি বলে প্রতিবেশীদের জানায় অভিযুক্ত মিতালী মিদ্দা।
পুলিশ সূত্রে, মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। কিভাবে শিশুকন্যাটির মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন এই ঘটনায় শিশু কন্যার মাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।মানসিক ভারসাম্যহীন কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।